কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের মজমপুর গেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এদিকে সদর উপজেলার মধুপুর এলাকায়ও তার সমর্থকরা বিক্ষোভ করেন।
নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না বলে তারা জানান।
নেতারা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন