দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এজন্য সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার কাজ চলছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগের ৪টি জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সংগঠন যত শক্তিশালী হবে, ততই আমরা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।
তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে উত্তরাঞ্চলের সব জেলার আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হবে। এরপর ধাপে ধাপে উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারের কাজ চলবে।
জোট রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, জনগণের স্বার্থে কোনো দলের সঙ্গে নীতি ও লক্ষ্যভিত্তিক ঐকমত্য হলে জোট হতে পারে।
এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নেওয়ার নৈতিক অধিকার নেই।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন