ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে আজ সন্ধ্যায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ অক্টোবর) রাতে বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়। এতে জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং (স্থগিতাদেশে থাকা) সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ মিলিতভাবে বিপুল ভোটে বিজয় এনে খালেদা জিয়াকে জয়ের উপহার দেবেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন