ক্যামেরার সামনে গম্ভীর, নিঃশব্দ এক তরুণ। কিন্তু পর্দার আড়ালের গল্পটা যেন আরও চমকপ্রদ। ‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রিমিয়ারের আলো ঝলমলে মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান ও তার পুত্র আরিয়ান খানকে। সেদিন আবেগে ভেসেছিল অনুরাগীদের মন, যখন আরিয়ান মুখে উচ্চারণ করেছিলেন একটি শব্দ ‘পাপা’। অথচ শুটিং সেটে নাকি পাপার বদলে পুত্রের মুখে শোনা যায় অন্য শব্দ।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শাহরুখ ও আরিয়ানের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভারতের জনপ্রিয় কোরিওগ্রাফার মুদাসার খান।
তিনিও ‘দ্য ব্যাডস অব বলিউডে’ কাজ করেছেন। তাই খুব সামনে থেকেই দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে। তিনি সাক্ষাৎকারে বলেন, শুটিং সেটে শাহরুখকে বাবা বলে ডাকেন না আরিয়ান। সেখানে বাবাকে ‘স্যার’ বলে ডাকেন আরিয়ান।
সিরিজে একটি গানের প্রদর্শন নিয়ে শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন আরিয়ান। সঙ্গে ছিলেন মুদাসার। তার কথায়, ‘শাহরুখ স্যার ভ্যানিটি ভ্যানে ছিলেন। ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ভেতরে যাই। আরিয়ান ধৈর্য ধরে অপেক্ষা করছিল।
শাহরুখ স্যার ফোনে কথা বলা সেরে আমাদের দিকে ফিরলেন। তখন তাকে আরিয়ান ‘স্যার’ বলে সম্বোধন করল এবং বলল ‘স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’
মুদাসার খান বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আরও বলেন, ‘আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।’
সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউডে’ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহ। সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন