শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সম্প্রতি জমকালো আয়োজনের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে পুরস্কার দেওয়া হয়।
এ সময় শামীম জামানের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সবিচ ও বিটিআরটিসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
সম্মাননা প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘কোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরও ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’
শামীম জামানের ক্যারিয়ার ৩৭ বছরের, এ পর্যন্ত প্রায় দেড় হাজার নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পাঁচ শতকের বেশি নাটক পরিচালনা করেছেন এই অভিনেতা।
সংস্কৃতিতে অবদানস্বরূপ শেরে বাংলা এ কে ফজলুল অ্যাওয়ার্ড ছাড়াও বহু প্রতিষ্ঠিত সংগঠনের অ্যাওয়ার্ড পেয়েছেন শামীম জামান।
বর্তমানে তার পরিচালিত চলতি ধারাবাহিক ‘শাদী মোবারক’। মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। এ ছাড়া পাঁচটি একক নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন