হাঁটুর বয়সি নায়কের প্রেমে কারিনা
জুলাই ১৮, ২০২৫, ০১:০১ পিএম
বলিউডের ‘বেবো’খ্যাত কারিনা কাপুর খান আবারও ফিরেছেন আলোচনার কেন্দ্রে, তবে এইবার প্রেম-বিতর্কে নয়, বরং ‘ভৌতিক প্রেম’-এর গুঞ্জনে! চল্লিশোর্ধ্ব এই তারকা নাকি এক বিশ বছর বয়সি যুবকের প্রেমে পড়েছেন! হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়।
শুধু তাই নয়, এই চরিত্রে তিনি নাকি এক রহস্যময় ভূতের ভূমিকায় থাকবেন, যার...