চল্লিশ বছরের যাত্রা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
অক্টোবর ১৭, ২০২৫, ০৪:৫০ পিএম
সংগীত ও তরুণ সংস্কৃতির আইকন হিসেবে থাকা আমেরিকা ভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন)-এর যাত্রা যুক্তরাজ্যে শেষ হতে চলেছে।
এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ ও ‘এমটিভি লাইভ’ চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে।
প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, টেলিভিশন নেটওয়ার্ক ছোট করা...