ঢাকার বাড্ডা থানায় হামলার অভিযোগ এনে স্ত্রী রিয়ামনির প্রেমিক ও নিজের প্রেমিকার বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, ওরফে ‘হিরো আলম’। মামলায় ১ নং আসামি করা হয়েছে মিথিলাকে এবং ৪ নং আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজকে। উল্লেখ্য, মিথিলা ও অভি দুজনই সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।
আজ রোববার (৫ অক্টোবর) রাতে এক সাক্ষাৎকারে হিরো আলম এ বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
হিরো আলম বলেন, ‘মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। আবার ম্যাক্স অভিও আমাকে মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়ামনিকে বিয়ে করতে পারবে। এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। পুলিশের কাছেও আরও কিছু প্রমাণ দেব।’
হিরো আলমের অভিযোগ, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর তারা তাকে পাশের একটি কাশবনে নিয়ে নির্মমভাবে মারধর করে ফেলে রেখে যায়।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ১ ও ৪ নং বিবাদীর নির্দেশে মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি তার গতিরোধ করে এবং জোরপূর্বক তাকে পাশের কাশবনে নিয়ে যান। সেখানে ৪ নম্বর আসামি (ম্যাক্স অভি) হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি লোহার ধারালো স্কেল দিয়ে আঘাত করলে তার ডান কনুইতে গুরুতর জখম হয়। তারা তাকে কিল, ঘুসি, লাথি ও চড়-থাপ্পড় মেরে আহত করে এবং তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে। চিৎকার করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে বাড্ডা থানার ওসি) মো. হাবিবুর রহমান জানান, হিরো আলম নিজে বাদী হয়ে মামলাটি করেছেন এবং পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত কেউ আটক না হলেও প্রাপ্ত অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, এর আগে, চলতি বছরের জুন মাসে হাতিরঝিলের একটি বাসায় স্ত্রী রিয়ামনি ও ম্যাক্স অভিকে এক সঙ্গে দেখে ক্ষুব্ধ হয়ে হিরো আলম সেখানে উপস্থিত হন। এ সময় অভির সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয় এবং হিরো আলম দাবি করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। ওই ঘটনায় ২১ জুন তিনি হাতিরঝিল থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও তারা ১ হাজার টাকা মুচলেকায় ছাড়া পান।
ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হিরো আলমের দাবিগুলোর সত্যতা যাচাই করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন