বিশ্বের যেখানেই যা কিছু ভাইরাল হয় সেটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। নতুন নতুন ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন লিকলিকে গড়নের এই মানুষটি। অভিনয়, প্রযোজনা থেকে শুরু করে গান সবকিছুই হিরো আলম করেন নিজের মতো করে।
এ ছাড়াও নানা কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন ফেসবুক ও ইউটিউবের ভাইরাল এই ব্যক্তি। সেসব ঘটনার ভিড়ে তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে। একই কারণে ফের আলোচনায় হিরো আলম। চতুর্থবারের মতো তিনি ভোটের মাঠে। এবার তার চোখ বগুড়া-৪ আসনের দিকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়তে চান হিরো আলম। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
হিরো আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছি। এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করব। যেহেতু আমি কোনো দলের নই, সে জন্যই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’
তিনি আরও বলেন, ‘এর আগে ঢাকা থেকে নির্বাচন করেছি। কিন্তু সেই নির্বাচনে জয়ী হওয়ার পরেও আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। এবারের নির্বাচনে আমি স্বচ্ছতা চাই।’
হিরো আলম জানান, ‘রাজনৈতিকভাবে যখন আমাকে কেউ হারাতে পারে না, তখন আমাকে ঘায়েল করার জন্য উল্টাপাল্টা বিভিন্ন মামলা দেয়। এ সময় তিনি বলেন, ‘আমি বেগম খালেদা জিয়াকে দেখতে যাইনি। কিন্তু তার জন্য দোয়া করেছি।’


-20251116004354.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন