ডে–নাইট টেস্টে ব্যাটিং করার সময় চোখে আলো প্রতিফলনের সমস্যা কমাতে বিশেষ ‘অ্যান্টি-গ্লেয়ার স্ট্রিপ’ ব্যবহার করবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। আসন্ন গাব্বা টেস্টে তিনি নিশ্চিত করেছেন, ব্যাটিংয়ের সময় চোখের নিচে কালো আঠালো এই স্ট্রিপ পরবেন।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আলো জ্বালিয়ে নেওয়া অনুশীলনে স্ট্রিপটি ব্যবহার করেছিলেন স্মিথ। তবে শুরুতে এটি তিনি সঠিকভাবে পরেননি। পরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান শিবনারাইন চন্দরপলের পরামর্শে স্ট্রিপটি সঠিকভাবে ব্যবহার করার বিষয়টি বুঝতে পারেন।
এ বিষয়ে স্মিথ বলেন, ‘আমি চন্দরপলকে মেসেজ করে জিজ্ঞেস করেছিলাম তিনি চক নাকি স্ট্রিপ ব্যবহার করতেন। তিনি বলেন স্ট্রিপই ভালো এবং এতে প্রায় ৬৫ শতাংশ গ্লেয়ার কমে। তিনি আমাকে জানান, আমি আগে ভুলভাবে স্ট্রিপ পরছিলাম। এখন সঠিকভাবে পরছি এবং সত্যি বলতে এটি বেশ উপকারি।’
এই ‘আই ব্ল্যাক’ বা কালো স্ট্রিপ সাধারণত আমেরিকান ক্রীড়ায় বেশি দেখা যায়। এটি ত্বকে আলো প্রতিফলন কমিয়ে চোখে সরাসরি আলো পড়া থেকে ব্যাটারকে স্বস্তি দেয়।
গোলাপি বল নিয়ে স্মিথের অস্বস্তি নতুন নয়। পরিসংখ্যান বলছে, ডে–নাইট টেস্টে তার গড় মাত্র ৩৭.০৪, যেখানে মাত্র একটি সেঞ্চুরি রয়েছে। বিপরীতে দিনের টেস্টে তার গড় ৫৮.৩১ এবং সেঞ্চুরি ৩৫টি।
রাতের ব্যাটিং নিয়ে স্মিথ বলেন, ‘সব সময় ব্যাটিং সহজ হয় না। গোলাপি বল আচরণে আলাদা। কখনও হঠাৎ সুইং বা মুভমেন্ট শুরু হয়ে যায়। তখন পরিস্থিতি বুঝে পরিকল্পনা বদলাতে হয়। কখনও আক্রমণাত্মক হতে হয়, কখনও আবার টিকে থাকার চেষ্টা করতে হয়।’
গাব্বার উইকেট নিয়েও আলাদা মন্তব্য করেন স্মিথ। তার মতে, অ্যাডিলেডের তুলনায় গাব্বার উইকেট অনেক বেশি শক্ত হওয়ায় গোলাপি বল এখানে দ্রুত নরম হয়ে যায়। এতে কিছু সময় ব্যাটাররা তুলনামূলক স্বস্তিতে খেলতে পারেন।
দলের ব্যাটিং অর্ডার নিয়েও নমনীয় থাকার ইঙ্গিত দেন স্মিথ। প্রয়োজনে একসঙ্গে দুইজন নাইটওয়াচম্যান নামানোর চিন্তাও রয়েছে। তবে ব্যাটিং অর্ডার গুরুত্বহীন—এমন ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন তিনি।
স্মিথ বলেন, ‘আমি মনে করি নির্দিষ্ট ভূমিকায় দীর্ঘদিন খেললে সেটার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়। ম্যাচ পরিস্থিতিতে কিছু পরিবর্তন হতেই পারে, তবে নির্দিষ্ট ভূমিকা থাকা ব্যাটারের জন্য ভালো।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন