আবারও ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খান ও শরিফুল রাজের পর এবার সিয়াম আহমেদের বিপরীতে ‘রাক্ষস’ নামের নতুন একটি সিনেমায় কাজ করবেন ‘প্রিয়তমা’ খ্যাত এই নায়িকা। সিনেমাটি পরিচালনায় আছেন ‘বরবাদ’র মেহেদী হাসান হৃদয়।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এমনটাই জানা গেছে। যদিও এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সংশ্লিষ্টরা।
চলতি সপ্তাহে ইধিকার সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে। ‘রাক্ষস’ হতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা। এর আগে ২০২৪ সালে ‘সিকান্দার’ নামের একটি সিনেমায় তাদের অভিনয়ের কথা শোনা যায়। এরপর আর সিনেমাটি সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি।
শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিত পান ইধিকা পাল। এরপর একই নায়কের বিপরীতে ‘রাজকুমার’ ও ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেন ওপার বাংলার এই অভিনেত্রী।
এদিকে অভিনেতা শরিফুল রাজের বিপরীতে ইধিকাকে দেখা যাবে ‘কবি’ নামের একটি সিনেমায়। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হলেও এটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।
চলতি মাসেই ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। একটানা কাজ করে শেষ হবে সিনেমার দৃশ্য ধারণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন