দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
রোববার সকালে নগরের আগ্রাবাদ আকতারুজ্জামান সেন্টারে অবস্থিত কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রথম দিনে কেক কেটে যুগপূর্তি উদযাপনের শুভ সূচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট কাজী আবুল মনছুর। দ্বিতীয় ও সমাপনী দিনে কেক কেটে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।
অনুষ্ঠানে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন ফয়সল বলেন, “দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশ-বিদেশের গ্রাহকদের নিয়মিত ও কাস্টম সফটওয়্যার নির্মাণ, শতাধিক স্বনামধন্য পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং ডোমেইন-হোস্টিংসহ বিভিন্ন আইটিইএস সেবা দিয়ে আসছি। ২০২৬ সালের মধ্যে মধ্যম আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে একটি এসএমই অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় এক হাজারেরও বেশি গ্রাহককে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করছি এবং ভবিষ্যতেও আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দৈনিক চাঁটগার চোখ-এর সম্পাদক ও প্রকাশক একে এম জহুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্ববাংলা-এর সম্পাদক ও প্রকাশক এম আলী হোসেন, দৈনিক গিরিদর্পণ-এর পরিচালনা সম্পাদক এম কে মোমিন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর অনুষ্ঠান পরিচালক ও মোনালিসা মিউজিক-এর কর্ণধার ফরিদ বঙ্গবাসী, সাপ্তাহিক আজকের সত্যসংবাদ-এর সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ, কর্ণফুলি নিউজ-এর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি, রেয়াজউদ্দিন বাজার শাখার ব্যবস্থাপক আনিসুল মোস্তাফা, নকশায়ন প্রোপার্টিজ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার স্নেহশীস দে, গ্রিন ইন্টারন্যাশনাল-এর সিইও বেলাল হোসেন, এমটিআই ট্রাভেল ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী তাহিদ আলাল, স্যাম শিপিং এজেন্সি ও ইন্টারমেরিন শিপ সার্ভিস-এর ব্যবস্থাপনা অংশীদার ইমরানুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন হ্যালো বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক কামাল পারভেজ, সনাতনী দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক নিতাই ভট্টাচার্য, দৈনিক একাত্তর বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক শেখ সেলিম, দৈনিক ঘোষণা-এর ব্যুরো প্রধান মুজিব উল্লাহ তুষার, দৈনিক রূপালী বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার সাহাবউদ্দিন, ভয়েস চট্টগ্রাম-এর চেয়ারম্যান ফরমান উল্লাহ, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা রকিবুল ইসলাম সায়েম, সিল্ক রোড ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর সহকারী পরিচালক কায়সার মাহমুদসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন