ওপার বাংলাের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত আবারও আলোচনায়। টেলিভিশন, ওয়েব সিরিজ এবং বড় পর্দা সব মাধ্যমেই নিয়মিত অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ধারাবাহিকের ব্যস্ততার মাঝেই শেষ করেছেন নতুন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের শুটিং।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন চমক কয়েক দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’। গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে তাকে। প্রেম, দ্বন্দ্ব ও রহস্যে ঘেরা গল্পকে ঘিরে সাজানো হয়েছে এই সিরিজ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ওয়েব সিরিজে একেবারে নতুন লুকে হাজির হবেন স্বস্তিকা। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় সিরিজের নামের মতো রাতবিরেতে তিনি কাকে খুঁজবেন?
উত্তরে স্বস্তিকা দত্ত হাসতে হাসতে বলেন, ঘুম খুঁজব! একসময় এত খুঁজেছি, এখন আর খুঁজতে চাই না। তিনি জানান, ব্যস্ততার মাঝেও অনিয়মিত জীবনযাপন তার পছন্দ নয়। পর্যাপ্ত ঘুম আর সঠিক খাবারই তার প্রধান অগ্রাধিকার।
সিরিজে প্রেমের ছোঁয়া থাকায় তাকে প্রশ্ন করা হয় তার জীবনে কি নতুন প্রেম এসেছে? শীতের এই সময়ে কি প্রেম করতে ইচ্ছা করছে?
অভিনেত্রী মজা করে বলেন, খুব প্রেম করতে ইচ্ছা করছে! কিন্তু আর না কারণ তাহলে কাজে মন বসবে না।
স্বস্তিকা আরও জানান, ভালো চরিত্রের প্রতি তার আলাদা টান রয়েছে। গৌরব ও অনিন্দ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার ইচ্ছা ছিল। তাই এই সিরিজে কাজ করে তিনি বেশ খুশি।
‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে যেমন দর্শক আমাকে পছন্দ করেছেন, এই সিরিজেও আমার কাজ ভালো লাগবে এই বিশ্বাস আছে। যোগ করেন তিনি।
‘খুঁজেছি তোকে রাত বিরেতে’ মুক্তির অপেক্ষায় এখন ভক্তরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন