পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকিতে পরিবার পরিকল্পনা কর্মীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকরা এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ প্রসব, নবজাতক সেবা, প্রজনন স্বাস্থ্য ও টিকাদানসহ বিভিন্ন কাজে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো স্থায়ী নিয়োগবিধি নেই। এ অবস্থাকে তারা হতাশাজনক বলে মন্তব্য করেন।
তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার। তবে এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. শামসুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
ধর্মঘটের কারণে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

-20251203135520.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন