আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ছক্কা রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ ছক্কা মেরেছে ২ শতাধিক।
এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২০২৪ সালে, ১২২টি। এবার তানজিদ হাসান, লিটন দাসসহ দলের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে মোট ২০৬টি ছক্কা।
চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে মোট ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। টপ অর্ডারের চার ব্যাটসম্যান—তানজিদ, লিটন, পারভেজ ও সাইফ—মেরেছেন ১২৭টি ছক্কা।
এই তালিকার মধ্যে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার তানজিদ হাসান, যিনি মেরেছেন ৪১টি ছক্কা, যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন আরেক ওপেনার পারভেজ হোসেন, ৩৪টি।
সাইফ আল হাসান ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি, আর লিটন দাস মেরেছেন ২৩টি। মিডল অর্ডারের ব্যাটসম্যান জাকের আলী ২৩ ইনিংসে মেরেছেন ১৯টি, আর তাওহিদ হৃদয় মেরেছেন ১৪টি ছক্কা। এ ছাড়া শামীম হোসেন ৯টি ছক্কা মেরেছেন।
ছক্কার সংখ্যার দিক থেকে দেখা যায়, চলতি বছরের পারফরম্যান্সে তানজিদ, লিটন ও পারভেজরা গত বছরের তুলনায় উন্নতি করেছেন, তবে হৃদয় ও জাকের ছক্কার সংখ্যা কমেছে। গত বছর হৃদয় ও জাকের দুজনই ২১টি করে ছক্কা মেরেছিলেন।
চলতি বছরে বাংলাদেশ টি-টোয়েন্টিতে মোট ৪২২৯ রান তুলেছে (অতিরিক্ত রান ছাড়া)। এর মধ্যে প্রায় ২৯ শতাংশ রান এসেছে ছক্কা থেকে। এ ছাড়া দলটি এ বছরে সবচেয়ে বেশি চারও মেরেছে, ২৯৮টি।
আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া (৩২৬টি ছক্কা, ২৮ ম্যাচে)। তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তান (২৩৫টি ছক্কা, ৩৪ ম্যাচে)। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে গণনা করলে বাংলাদেশও ছক্কা মারার দিক থেকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় স্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন