শেরপুর জেলা হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। আকস্মিক এ কর্মবিরতিতে জরুরি ডায়াগনস্টিক সেবা বন্ধ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হন।
কর্মবিরতির কারণে ডায়াবেটিস, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের রক্ত, মূত্র পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজির মতো জরুরি পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সকালে খালি পেটে রক্ত দিতে এসে পরীক্ষা না করতে পারায় অনেক রোগী ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে আন্দোলনরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা আগামীকাল থেকে পূর্ণাঙ্গ শাটডাউনে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবি, দশম গ্রেড দ্রুত বাস্তবায়নসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নানা সমস্যা সমাধান।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সেবা নিতে আসা রোগীরা।

-20251203135520.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন