বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০২:০৭ এএম

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: ‘কনভেনশনাল থেকে স্মার্ট’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০২:০৭ এএম

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: ‘কনভেনশনাল থেকে স্মার্ট’

বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বহুমুখী ব্যাবসায়িক গোষ্ঠী আকিজ রিসোর্স তাদের এন্টারপ্রাইজ প্রযুক্তি, অটোমেশন ও ডিজিটাল ইকোসিস্টেম-ভিত্তিক রূপান্তরের যাত্রা তুলে ধরেছে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আকিজ হাউসে ‘প্রচলিত থেকে স্মার্ট: আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে’ শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরা হয়। ডিজিটাল-ফার্স্ট কৌশল গ্রহণ করে ১২টিরও বেশি ব্যাবসায়িক ক্লাস্টার জুড়ে কর্মী, পার্টনার, সরবরাহকারী এবং গ্রাহকদের সংযুক্ত করার প্রযুক্তি তুলে ধরে প্রতিষ্ঠানটি বলছে, এই বিস্তৃত নেটওয়ার্ক রিয়েল-টাইম অপারেশনাল ইনটেলিজেন্স তৈরি করছে, যা জাতীয় ভ্যালু চেইনে স্বচ্ছতা, গতি ও দক্ষতা বাড়াচ্ছে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির, আকিজ আইবিওএসের প্রধান নির্বাহী এস কে মো. জায়েদ বিন রশিদ ও চিফ সেলস অফিসার শাহেদ ইকবাল এবং আকিজ ইনফোটেক ব্লুর প্রধান নির্বাহী জি এম কামরুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, আকিজ বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে চাইছে, একটি ভিশন যা তারা দশকের পর দশক ধরে প্রস্তুত করছে। নিজস্ব ডেটা সেন্টার এবং হোমগ্রোন সফটওয়্যারের মাধ্যমে তারা গ্রাহক ও সরবরাহকারীকে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত করেছে এবং পয়েন্ট অব সেল সিস্টেম ও বাজার উপস্থিতির মাধ্যমে খুচরা খাতে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটিতে চার শতাধিক  অভ্যন্তরীণ আইটি বিশেষজ্ঞ কর্মরত আছেন এবং তারা তাদের কারখানায় ইন্ডাস্ট্রি ৪ দশমিক শূন্য অটোমেশন বাস্তবায়ন করছে, যা বাংলাদেশ ও এর বাইরের জন্য স্কেলযোগ্য ডিজিটাল সমাধানের একটি ল্যাবরেটরির ভূমিকা রাখবে। ১ লাখ সরাসরি গ্রাহক এবং ৯০ লাখের বেশি ভোক্তাসহ আকিজ দেশের অটোমেশন, কৃত্তিম বুদ্ধিমত্তা সক্ষমতা এবং অর্থনৈতিক ডিজিটালাইজেশনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি এক মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির এবং ২০২০ সাল থেকে তাদের ব্যবসায় দশ গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আইবিওএস লিমিটেডের প্রধান নির্বাহী জায়েদ বিন রশিদ বলেন, ‘এ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তা সম্ভব হয়েছে ডিজিটাল রূপান্তরের শক্তি এবং আমাদের সংহত ইকোসিস্টেমের কারণে। এই যাত্রার মাধ্যমে আমরা আকিজ রিসোর্সকে এমন একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যা দেখাবে কীভাবে প্রযুক্তি টেকসই উন্নয়ন চালাতে এবং শিল্পের অগ্রগতিকে অনুপ্রাণিত করতে পারে।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!