শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৯:১৭ পিএম

হাসপাতালে চিরকুটসহ নবজাতক কন্যাকে রেখে পালালেন মা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৯:১৭ পিএম

নবজাতক ও রেখে যাওয়া চিরকুট। ছবি- সংগৃহীত

নবজাতক ও রেখে যাওয়া চিরকুট। ছবি- সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের মাত্র তিন দিন পর নবজাতক কন্যাকে রেখে পালিয়ে গেছেন এক মা। শিশুটির পাশেই পাওয়া গেছে একটি হৃদয়স্পর্শী চিরকুট। তাতে লেখা ছিল— ‘আমি একজন হতভাগীনি মা। পরিস্থিতির শিকার। আমার বুকের ধনকে রেখে গেলাম, দয়া করে দেখবেন।’

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে। হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি বেডে শিশুটিকে রেখে যান ওই মা। নবজাতকের সঙ্গে ছিল কিছু ওষুধও। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় শিশুটির ভবিষ্যৎ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার পরদিন থেকেই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড় করছেন অসংখ্য নারী-পুরুষ। কেউ আসছেন এক পলক শিশুটিকে দেখতে, কেউ আবার ফুটফুটে নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ রয়েছে এবং নিয়মিত খাবার ও যত্ন দেওয়া হচ্ছে। এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘আমরা সবাই মিলে শিশুটির যত্ন নিচ্ছি। তাকে বুকের দুধের বিকল্প খাবার দিচ্ছি, যেন সে মায়ের অভাব না টের পায়।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম আহাদ বলেন, ‘শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কার তত্ত্বাবধানে শিশুটিকে দেওয়া যেতে পারে।’

হাসপাতাল পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, ‘তিন দিনের ফুটফুটে এই কন্যাশিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিশুটির চিরকুট, ফুটফুটে মুখ আর ‘হতভাগীনি মায়ের’ হৃদয়ছোঁয়া বার্তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Link copied!