বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট
ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:০৫ পিএম
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট এর সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশীরা। যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের...