ঢাকার বুকে এক টুকরো ফিলিস্তিন
এপ্রিল ১২, ২০২৫, ০৩:২২ পিএম
রোদে পুড়ে, ঘামে ভিজে লাখো মানুষ কণ্ঠ ফাটিয়ে একসাথে উচ্চারণ করছে—‘তুমি কে, আমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন’ চারপাশ ঘিরে আছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা, চোখে-মুখে প্রতিবাদের দীপ্তি। কারো হাতে ‘ফিলিস্তিন মুক্ত করো’, কেউ ধরে রেখেছেন ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’ লেখা প্ল্যাকার্ড। স্লোগানে মুখর চারদিক, যেন রাজধানীর রাজপথেই জেগে...