রাজধানীর গুলিস্তানে হঠাৎ ঝটিকা মিছিল বের করার অভিযোগে আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ‘ওই তিন জন প্রথমে সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়াম এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর হঠাৎ করে তারা স্লোগান দিতে শুরু করেন।’
মিজানুর রহমান আরও বলেন, “শুরুর দিকে সাধারণ রাজনৈতিক স্লোগান দিলেও একপর্যায়ে তারা ‘জয় বাংলা’ ধ্বনি দিতে শুরু করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে।”
তিনি আরও জানান, ‘পুলিশের কাছে পূর্ব থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে, গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা হতে পারে। তবে সাধারণ পথচারীর বেশে অবস্থান নেওয়ায় তাদের শনাক্তে কিছুটা সময় লাগে।’
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ না যুবলীগের কর্মী, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

-20250825152413.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন