নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষি প্রশিক্ষণ হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন