গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সরকার নুরুল হক নুরকে বিদেশে নেওয়ার কথা বললেও কার্যকর উদ্যোগ নেয়নি। হামলাকারীরা এখনও ধরা পড়েনি। ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি, দৃশ্যমান ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করব।
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। তার ওপর হামলার বিচার না হওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেঈমানি।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন