রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুইটি চাকু উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: রুবেল (২২), অয়ন (২২), আতিকুর রহমান (২১), ইমরান (২১), মেহেদী হাসান (২১), স্বপন (২০), স্বাধীন (২১), আসাদুল (২২), শাকিল (২০), সাব্বির (১৯), রবিন (২৬), আল আমিন (২০), শাওন (১৬), ওমর (৩০) ও বাবু (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত। অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন