রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে সাব্বির হাসান নামে থানা ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাব্বির হাসান মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, আমরা জানতে পেরেছি সাব্বিরসহ আরও ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। সকালে যে যার মতো কাজে চলে যায়। সাব্বির একজনকে নাস্তা আনতে পাঠান। নাস্তা নিয়ে আসার পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, সিলিংয়ের সাথে যে রশি দিয়ে উনি গলায় ফাঁস দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে সেই রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে ছিলেন এ রকম প্রাথমিক তথ্য পাওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন