মধ্যরাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের আসন ও অভ্যন্তরীণ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, রাত একটার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসে আগুন জ্বলতে দেখা যায়। তারা নিজেরা নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন