ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি ইটভাটায় মাটি ব্যবহারের অনুমতি না থাকায় মোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় তিনটি ইটভাটার চিমনি ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে ইটভাটাগুলোর সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় বিবিসি ব্রিকস, ডিবিস ব্রিকস, নূর ব্রিকস এর ডিসি লাইসেন্স থাকায় এই ৩টি ভাটাকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও স্টাইল ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুকসহ পুলিশ সদস্য, ধামরাই ফায়ার সার্ভিস ও র্যাব-৪ এর-সদস্যরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন