ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে হুন্দাই আই-২০ মডেলের গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছিন্ন-ভিন্ন মরদেহ, ধ্বংসস্তুপে পরিণত হয় আশপাশের এলাকা।
দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বলেন, লাল কেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে যাত্রী ছিল। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।
বিস্ফোরণের পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) তদন্তে নেমেছে। দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানান, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিস্ফোরণের ঘটনায় মুম্বাই, কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, হায়দরাবাদ ও উত্তর প্রদেশসহ নয় রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লা ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী।
ঘটনার পরদিনই দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
তবে এখনো বিস্ফোরণের কারণ বা দায় স্বীকার করেনি কোনো পক্ষ। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লির নিরাপত্তা নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না; জনগণ জানতে চায় এর পেছনে কারা।
মুঘল আমলের ঐতিহ্যবাহী স্থাপনা লাল কেল্লা ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। সেখানে এমন ঘটনার পর রাজধানীজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন