মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:২৯ এএম

জাহানারা ইস্যুতে তদন্ত নিয়ে তামিমের শঙ্কা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:২৯ এএম

জাহানারা ইস্যুতে তদন্ত  নিয়ে তামিমের শঙ্কা

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার জাহানারা আলম। তামিম ইকবালসহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। তবে এবার তামিম সরকারি পর্যায় থেকে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশার পাশাপাশি শঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম এ নিয়ে হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ তিনি আরও লিখেছেন, ‘গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।’ সরকারের অনেকটাই নীরবতায় তামিম লিখেছেন, ‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিস্ত্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব।’ জাহানারার পাশাপাশি অনেকেই মুখ খুলেছেন। তাদের প্রতি সম্মান দেখিয়ে তামিম বলেছেন, ‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনো যারা নানা সংকোচে মুখ খুলতে পারছেন না, তাদের বলছি, ইটস নেভার টু লেট। আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে।’ এরপর যোগ করেন তিনি, ‘বিসিবিতে এখন একটা স্লোগান শুনি- ক্রিকেট ফর অল। আমার মনে হয়, এর আগে জরুরি সেফটি ফর অল নিশ্চিত করা। আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’

রূপালী বাংলাদেশ

Link copied!