মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:৩১ এএম

লেভার হ্যাটট্রিকে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:৩১ এএম

লেভার হ্যাটট্রিকে রিয়ালের  আরও কাছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় এবার বার্সেলোনার জার্সি গায়ে হ্যাটট্রিক করলেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। তার হ্যাটট্রিকের সুবাদে বার্সা ৪-২ গোলে হারায় সেলতা ভিগোকে। বার্সার হয়ে গোল পেয়েছেন লামিনে ইয়ামালও। টানা তিন ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন এই তরুন তুর্কি। আর মার্কাস রাশফোর্ডের জোড়া অ্যাসিস্ট করেছেন। লা লিগায় কোচ ফ্লিকের মন ভরিয়ে দেওয়ার মতো পারফর্মই করেছেন বার্সার ফরোয়ার্ডরা। অপর ম্যাচে ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তাদের হোঁচট খাওয়ায় পয়েন্ট ব্যবধান কমাল বার্সা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৩১। আর দুইয়ে উঠে আসা বার্সার পয়েন্ট এখন ২৮। দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে।

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলেছেন লেভানদোভস্কি। প্রথমার্ধে জোড়া গোলের পর তিনি দ্বিতীয়ার্ধে করেন নিজের তৃতীয় ও দলের পক্ষে শেষ গোলটি। লা লিগায় এটি লেভার তৃতীয় হ্যাটট্রিকের রেকর্ড। যে হ্যাটট্রিকে তিনি মনে করিয়েছেন দুই কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ও আলফ্রেডো ডি স্টেফানোকে। পুসকাস, ডি স্টেফানোর পর তৃতীয় ফুটবলার হিসেবে ৩৫ পেরোনোর পর লা লিগায় তিনবার হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন লেভা। গত আগস্টে ৩৮-এ পা রাখা লেভার আগের দুই হ্যাটট্রিক ছিল ২০২৪-২৫ মৌসুমে আলাভেস এবং ২০২৩-২৪ মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ছন্দে ফেরার আভাস দিচ্ছেন ইয়ামালও। এলচে, ক্লাব ব্রুগার পর সেলতা ভিগো-বার্সার সর্বশেষ তিন ম্যাচেই গোল পেয়েছেন এই তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় যাওয়া মার্কাস রাশফোর্ডও পিছিয়ে নেই। লেভার দ্বিতীয় ও তৃতীয় গোলে রাশফোর্ডই বল বানিয়ে দিয়েছেন। এবারের লিগে বার্সার সর্বশেষ নয় ম্যাচের আটটিতেই গোলে অবদান রেখেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। যোগ করা সময়ের শেষ ৪ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে। সেলতার ইগাও আসপাসকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল বার্সার শেষ ম্যাচ। আর বার্সার কোচ হিসেবে লা লিগায় ফ্লিকের ৫০তম ম্যাচ। এই ৫০ ম্যাচের ৩৭টিতেই জিতেছে বার্সা, গোল করেছে ১৩৪টি। বিরতিতে যাওয়ার আগে রিয়ালের সঙ্গে ব্যবধানে কমিয়ে আনতে পেরে খুশি বার্সা কোচ ফ্লিক, ‘বিরতির আগে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। মাঠে যা দেখলাম, তার জন্য সত্যিই আনন্দিত। প্রথমার্ধে আমরা কিছু বেশি ভুল করেছি, যা প্রতিপক্ষ কাজে লাগিয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি দাপট দেখিয়েছি।’ জার্মান এই কোচ আরও বলেন, ‘অতীতে কী হয়েছে, ফুটবলে সেসব ঘটনার কোনো মূল্য নেই। আমি মনে করি, এই জয় আমাদের পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস দিয়েছে। সাধারণত আমরা নিজেদের নিয়ে ভাবি। কিন্তু যখন দেখলাম, এই জয় রিয়ালের ওপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে বিরতিতে যাওয়ার আগে...এটা সত্যিই দারুণ ব্যাপার।’ বার্সার পরের ম্যাচ ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

রূপালী বাংলাদেশ

Link copied!