রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে অবস্থা নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা ধানমন্ডি-৩২ এর দিকে অগ্রসর হতে চাইলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। উত্তেজনা উপেক্ষা করেই তারা ৩২ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনাবাজারের পাশে একটি গলিতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি-৩২ সংলগ্ন মিরপুর রোডে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাসে হামলার ঘটনাও ঘটে। নিউমার্কেটের দিক থেকে আসা গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুটি গাড়িরই কাচ ভেঙে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন