বগুড়ার ধুনটে একসঙ্গে তিনটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূ।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের আয়েশা-জোবেদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে ডা. সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুইটি কন্যা ও একটি ছেলে শিশুর জন্ম দেন তিনি।
আঁখি খাতুন উপজেলার এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী। সুজন-আঁখি দম্পতির আরও একটি মেয়ে সন্তান আছে। এদিকে, একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের এক নজর দেখতে হাসপাতালে ছুটে আসেন।
জানা যায়, প্রসব-বেদনা শুরু হলে আঁখি খাতুনকে সোমবার আয়েশা-জোবেদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক নামের একটি বেসরকারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করে পরিবার। পরে সেখানে আঁখি খাতুনকে গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করা হয়।
আল্ট্রাসনোগ্রাফি করে আঁখি খাতুনের গর্ভে ৩টি বাচ্চা রয়েছে বলে জানান চিকিৎসকরা। পরে বিকেলে ডা সাখাওয়াত হোসেন সিজারের মাধ্যমে সফলভাবে তিনটি নবজাতক শিশু আঁখি খাতুনের গর্ভ থেকে বের করে আনেন। এতে অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাহাত আলী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন। এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। সবাই ৩ নবজাতকের জন্য দোয়া করবেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন