ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ছয়টি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদরপুর বাজার মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় ফরিদপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান এবং সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে সদরপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসব ফার্মেসিতে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।
ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী, মেসার্স খান ফার্মেসিকে ৩,০০০, আয়শা মেডিকেল হলকে ৩,০০০, মেসার্স মা ফার্মেসিকে ৩,০০০, চৌধুরী মেডিকেল হলকে ৫,০০০, সত্য ফার্মেসিকে ৩,০০০ এবং জয় মা ফার্মেসিকেব ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করায় ফার্মেসিগুলোকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন