ঢাকা থেকে পাচারের শিকার ২১ বছর বয়সি এক তরুণীকে খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা যৌনপল্লী থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের ফোনকলের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর উদ্যোগে গত রোববার মধ্যরাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
ঘটনার বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মায়ের ফোনকল পাওয়ার পর ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে এবং পুরো উদ্ধার প্রক্রিয়া তদারকি করে। তিনি বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানাই এবং উদ্ধার না হওয়া পর্যন্ত বিষয়টি মনিটর করি।’ দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান তরুণী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, পিরোজপুর সদরের এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, তার মেয়েকে ফুসলিয়ে ঢাকা থেকে বাগেরহাটের মোংলায় এনে একটি বাসায় আটকে রাখা হয়েছে এবং তাকে যৌনপল্লীতে বিক্রি বা বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সাহেল খান। তিনি তরুণীর ফোনে যোগাযোগ করে তার অবস্থান নিশ্চিত হন খুলনার দাকোপ থানার বানিয়াশান্তা এলাকায়। পরে দাকোপ থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে জানানো হয়। সমন্বয়ের দায়িত্বে ছিলেন ৯৯৯ ডেসপাচার এসআই ইমদাদুল হক।
সংবাদ পেয়ে দাকোপ থানা পুলিশের একটি দল রাতেই থানা থেকে ২৫ কিলোমিটার দূরে বানিয়াশান্তা যৌনপল্লীতে গিয়ে তরুণীকে উদ্ধার করে। পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ঢাকার মিরপুরে একটি মেসে থাকতেন। চাকরি না পেয়ে বিপাকে পড়েন তিনি। মেসভাড়া ও খাবারের টাকা বকেয়া হয়ে যাওয়ায় এক পরিচিত তরুণীর প্ররোচনায় ২৩ অক্টোবর তিনি বানিয়াশান্তা যৌনপল্লীতে যান, যেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় এবং বের হতে চাইলে আটকে রাখা হয়।
গতকাল সোমবার ভোরে তাকে উদ্ধার করে দাকোপ থানায় আনা হয় এবং পরদিন দুপুরে পিরোজপুর থেকে আসা তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন