নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় কাজী সুমন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়। তারা একুশে ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মাহাবুবুর রহমান। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা বিসিকের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী। জেলা ক্রীড়া অফিসার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হয়। মূল লক্ষ্য হলো প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় বাছাই করা এবং তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে ভালো মানের খেলোয়াড় তৈরি করা।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন