ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এ পর্যন্ত ১৫০টির মতো নাটকে কাজ করেছেন তিনি। বছরখানেক ধরে বেছে বেছে কাজ করছেন এই সুন্দীর অভিনেত্রী। যে কারণে এখন আর আগের মতো খুব একটা কাজে পাওয়া যায় না তাকে। তারও কারণ দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন তিনি।
চমকের ভাষায়, ‘কম কাজ করব কিন্তু বেছে বেছে গল্পনির্ভর কাজ করতে চাই। সংখ্যা না বাড়িয়ে মানে নজর দিচ্ছি। তা ছাড়া এখনকার নাটকে ঘুরেফিরে একই গল্প। তাই একদমই কম কাজ করছি। আমি ভিন্ন কিছু করতে চাই। মন মতো গল্প পেলে কাজ করব।’
অভিনেত্রী হিসেবে চমক দর্শক মনোযোগ কেড়েছেন অনেক আগেই। চলতি বছরের শুরুর দিকে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন। কণ্ঠশিল্পী শেখ লিমনের গাওয়া ‘স্বর্গ’র ভিডিওতে মডেল হিসেবে দেখা যায় তাকে। দ্বিতীয়বারের মতো এ প্রজন্মের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার গানে মডেল হয়েছেন তিনি। গানের শিরোনাম ‘চুড়ি ছাম ছাম’। এরই মধ্যে কণ্ঠশিল্পীর ইউটিউব চ্যানেলে গান-ভিডিও মুক্তি পেয়েছে। নাচনির্ভর মিউজিক ভিডিওতে নতুন অবতারে দেখা যায় চমককে। গানটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।
অভিনয় থেকে দূরে থাকলেও বসে নেই চমক। নিয়মিত প্রকাশ করছেন বিভিন্ন কনটেন্ট। এরই মধ্যে শিক্ষামূলক কনটেন্ট বানিয়ে সামাজিকে যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন তিনি। সম্প্রতি ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সাঁইজির জীবনদর্শন, ভক্তদের ভালোবাসা, কুষ্টিয়ার এতিহ্য নিয়ে ভিডিও পোস্ট করেন তিনি। চমক কুষ্টিয়ায় লালনের এতিহ্য, সংগীতের সঙ্গে আত্মিক সম্পর্ক এসব বিষয় তুলে ধরেন। এ ছাড়াও গামছা নিয়ে তার প্রকাশিত কনটেন্ট বেশ সাড়া ফেলে। চমক বেশকিছু শিক্ষামূলক ও ঐতিহ্যবাহী ভিডিও বানিয়ে এরই মধ্যে কনটেন্ট ক্রিয়েশন জগতে নিজের জায়গা করে নিয়েছেন।
এ প্রসঙ্গে চমক বলেন, ‘দেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। আমার কণ্ঠে মানুষ যদি দেশ সম্পর্কে জানতে পারে মন্দ কি? কনটেন্টের মাধ্যমে নিজের প্রতিভাও দেখানোর চেষ্টা করছি।’
এরই মধ্যে কয়েকটি ওটিটির কাজ করেছেন চমক। ভালো গল্প ও চরিত্রে পেলে সামনেও কাজ করতে চান তিনি। চমকের রয়েছে সিনেমাতেও আগ্রহ। সিনেমায় অভিনয় না করলেও সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলে জানান। তার ভাষায়, ‘সবাই আমাকে চমক নামেই চিনুক। চমক অনেক কিছু করে, সেটাই সবাই জানুক।’
নিজেকে পাগল আখ্যা দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি পাগল মানুষ। যখন যেটা মন চায়, ভালো লাগে সেটাই করি। অনেক কিছুই করতে ইচ্ছে করে। কখনো কবিতা লিখতে ইচ্ছে করে আবার কখনো গান গাইতে, আঁকতে; কখনো কনটেন্ট বানাতে ইচ্ছে করে। আবার কখনো কিছুই ইচ্ছে করে না। কখনো কখনো মন চায় শুধু ঘুমাই (হা..হা..)। তবে আমি কখনো পরিকল্পনা করে কাজ করি না। যখন যেটা মন চায় করি। বলা যায়, আমি নিয়ন্ত্রণহীন। মানুষ কিংবা সময় কেউই আমাকে নিয়ন্ত্রণ করে না। আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি না। আমি আমার মতো।’
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। এরই মধ্যে বেশকিছু দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন