মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:১৬ এএম

সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:১৬ এএম

সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডসহ জনসাধারণকে দেওয়া সরকারি পাঁচটি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য অফিস গিয়ে সাধারণ মানুষ এ ধরনের সেবা পাবেন না। মূলত নিরাপত্তা ঝুঁকি কমানো, মতিঝিল অফিস আধুনিকায়ন ও উন্নত ভল্ট স্থাপন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সরকারের পক্ষ হয়ে ১০ ধরনের সেবা দিচ্ছে। এগুলো হলো সঞ্চয়পত্র আদান, প্রাইজবন্ড বিক্রয়, ত্রুটিযুক্ত নোট বিনিময়, পিএডি আদান, চালান সংশ্লিষ্ট ভাংতি, দাবি নোট আদান-প্রদান, ধাতব মুদ্রা লেনদেন, স্মারক মুদ্রা বিনিময়, ডিএবি ও ব্যাংক মিউট। মোট ২৮টি কাউন্টারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এসব সেবা দিয়ে থাকে। এর মধ্যে ১২টি কাউন্টারের মাধ্যমে দেওয়া প্রথম পাঁচটি সেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক প্রয়োজন বিবেচনায় সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বা চালানসংক্রান্ত শুধু একটি আদান-প্রদান কাউন্টার ব্যবহারের জন্য চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে বেশ কয়েকটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল ভবনের ক্যাশ বিভাগসহ ব্যাংকিং হল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর, গভর্নরের উপদেষ্টা, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা। পরিদর্শনে তিনি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন এবং ক্যাশ বিভাগ আধুনিকায়নে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যৌথ সভা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ব্যাংক ভবনটি কেপিআই-নিরাপত্তা নীতিমালা, ২০১৩-এর আওতাভুক্ত। যেহেতু মুদ্রা ইস্যু ও বিতরণ, ভল্ট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ অত্যন্ত সংবেদনশীল কার্যক্রম একই ভবনে পরিচালিত হয়। তাই অপ্রয়োজনীয় জনসমাগম নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। কারণ অতীতে রিজার্ভ হ্যাক, পরিচয়পত্র ব্যবহার করে সঞ্চয়পত্র জালিয়াতি, ভবনের অভ্যন্তরে ছবি-ভিডিও তোলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগবিত-ার মতো ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়Ñ বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি করা হয় তা খুব সহজে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব। এ পরিস্থিতিতে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, ছেঁড়া নোট বিনিময় ইত্যাদি রিটেইল সার্ভিস বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য অফিস থেকে নিরাপত্তা শঙ্কা নিয়ে এ ধরনের সেবা পরিচালনা করা যুক্তিযুক্ত নয়। পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকই এ ধরনের সেবা সরাসরি জনগণকে দেয় না। দেশের ৬০টির বেশি বাণিজ্যিক ব্যাংক থাকায় তারা এ সেবা দিতে সম্পূর্ণ সক্ষম। ফলে জনগণ কোনো ভোগান্তিতে পড়বে না বলে উল্লেখ করা হয়।

তবে সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম বন্ধ হলেও আগে ইস্যু করা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগ পর্যন্ত সেবা চালু থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে ৩০ নভেম্বর শেষে সর্বসাধারণের জন্য (বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা/কর্মচারীরা ব্যতীত) সঞ্চয়পত্র বিক্রয় কার্যক্রম বন্ধ করার পাশাপাশি বিক্রি করা সঞ্চয়পত্রগুলোর মেয়াদপূর্তির পর উক্ত সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ কার্যক্রম বন্ধ করা হবে। তবে বিক্রি করা সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিপূর্বক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সংশ্লিষ্ট দপ্তরে ব্যাংক হিসাব পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, নমিনি পরিবর্তন, ক্রেতার মৃত্যুর পর নমিনি কর্তৃক পরিচালনা, মেয়াদপূর্তির আগে নগদায়ন ও আইনগত কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ অন্যান্য অফিসে এ ধরনের সেবা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কেও জানিয়ে দেওয়া হয়েছে। শিগগির জনসাধারণকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!