রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম কিবরিয়া যুবদল পল্লবী থানার সদস্য সচিব ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরানা থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়-মাস্ক ও হেলমেট পরা তিনজন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে কিবরিয়াকে লক্ষ্য করে গুলি করে দ্রুত বের হয়ে যায়। ঘটনাটি মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ঘটে। এ সময় কিবরিয়া চেয়ার ধরে আড়াল নেওয়ার চেষ্টা করলেও পালাতে পারেননি। দোকানে অন্যান্য লোকজন থাকলেও অস্ত্রধারীদের সামনে কেউ কিছু করতে পারেননি।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে গেছে।
রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন