শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম শরীয়তপুরের দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দাইমি চর ভয়রা এলাকা থেকে ছেলেকে নিয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন নাসিমা। এ সময় চলন্ত অটোরিকশার ইলেকট্রিক মোটরের সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তেই ওড়না শক্তভাবে টান পড়লে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পলাতক বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন