জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানাতে এক ভিডিও বার্তায় সদস্যসচিব আখতার হোসেন বলেন কেবল মৃত্যুদ-ের রায় ঘোষণার মধ্য দিয়ে নয়, বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহিদদের আত্মা শান্তি পাবে।
দলের কার্যালয়ে নাহিদ ইসলাম বলেন, আমার এই রায়কে স্বাগত জানাই। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহিদের আত্মা শান্তি পাবে, শহিদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাব। তিনি আরও বলেন, শুধু ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচারও শুরু করতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন, আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই। এনসিপির আহ্বায়ক বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। তিনি বলেন, শেখ হাসিনা, কামালসহ বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকা-ের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এ সময় নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে সেই দাবি জানান নাহিদ ইসলাম।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, ১৬ জুলাই আবু সাঈদকে হত্যার পর আমরা শপথ নিয়েছিলাম বিচার আদায় করেই ছাড়ব। জুলাই বিপ্লবে হাজার শহিদ ও আহতদের ওপর যে জুলুম হয়েছে, তার বিচার আজ দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি বলেন, এই রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
একইদিনে এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, মৃত্যদ-ই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এই রায় কার্যকর করার মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে। ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে।
তিনি বলেন, তার বাকি যত অপরাধ আছে, সব অপরাধের বিচার হবে। একইসাথে এই গণহত্যাকারী শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে। যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী হতে না পারে।
গতকাল সোমবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদ- দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার অপর দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদ- এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদ- দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন