ইউটিউব দেখে শুরু‘পোকা চাষি হাবিব’ এখন গ্রামের অনুপ্রেরণা
জুন ২৯, ২০২৫, ০৫:৫৭ এএম
পুরো গ্রাম একসময় তাকিয়ে ছিল তাচ্ছিল্যের চোখে, ‘পোকা চাষ করে আবার টাকা রোজগার হয় নাকি?’ কিন্তু সেই পোকা এখন বাঁচাচ্ছে মাছ চাষের খরচ, দিচ্ছে বাড়তি আয়, হচ্ছে পরিবেশ রক্ষাও। হ্যাঁ, আমরা বলছি কালো সৈনিক পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে স্বপ্ন দেখা নওগাঁ সদরের উদ্যোক্তা আহসান হাবিবের গল্প।
নওগাঁ সদর...