বলেশ্বর নদে রাতের অদেখা মৃত্যু-মিশন
নভেম্বর ১৬, ২০২৫, ১২:১৪ এএম
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজার ও দক্ষিণ কাঁঠালতলী, ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ জনপদজুড়ে ছিল এক অদৃশ্য আতঙ্কের রাজত্ব। রাত নামলেই এলাকায় ছড়িয়ে পড়ত সতর্কবার্তা, দোকানপাট বন্ধ করতে হবে, সড়ক খালি করতে হবে। মুহূর্তেই ফাঁকা হয়ে যেত চরদুয়ানী-কাঁঠালতলী বাজার। অন্ধকারে ঢুকে পড়ত কালো রঙের ১০-১২টি গাড়ি। স্থানীয়দের ভাষ্য,...