ছাদ বাগানের সরঞ্জাম
অক্টোবর ১, ২০২৫, ১২:৩৬ এএম
ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন আকারের পাত্র (যেমন- জিও ব্যাগ, প্লাস্টিক টব), পানি দেওয়ার সরঞ্জাম (যেমন- স্প্রে বোতল, হ্যান্ড স্প্রে মেশিন), মালচিং ও মাটি তৈরির সরঞ্জাম (যেমন- নিড়ানি, ট্রোয়েল, রেক), রোপণ ও কাটিংয়ের সরঞ্জাম (যেমন- কাটিং প্লাস, ছোট ট্রোয়েল), সার ও কীটনাশক স্প্রে করার সরঞ্জাম...