দখল ও দূষণে করুণ দশা নদীর
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৫১ এএম
নদী মানে জীবন। নদী মানে মানুষের ইতিহাস, সংস্কৃতি আর অর্থনীতির শিরা-উপশিরা বয়ে চলা প্রাণের স্পন্দন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বাংলাদেশের বহু নদী আজ মৃত্যুপথযাত্রী। নোয়াখালীর সুবর্ণচরের বুকচিরে বয়ে যাওয়া মেঘনা নদীর কিছু অংশও এর ব্যতিক্রম নয়। এক সময়ের উত্তাল ঢেউ, নৌকা আর মাছের মেলা যেখানে ছিল, আজ সেখানে...