গরুর বদলে নবদম্পতি বেঁধে হালচাষ
জুলাই ২২, ২০২৫, ০৪:১৪ এএম
ভালোবেসে বিয়ে করায় নবদম্পতিকে হালচাষে বাধ্য করলেন গ্রামের লোকজন। তাদের ঘাড়ে গরুর জোয়াল বেঁধে ধানের মাঠে নামানো হয়। পেছনে লাঠি হাতে দাঁড়িয়ে ছিল গ্রামবাসী। গরুকে যেভাবে বলদ বানিয়ে চাষে ব্যবহার করা হয়, সেভাবেই ওই দুই মানুষকে দিয়ে মাঠে জমি চাষ করানো হয়। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। এরপর ভিডিও ছড়িয়ে...