যে সাগরে ডোবে না কেউ
অক্টোবর ৭, ২০২৫, ০১:৩৬ এএম
ভাবুন তো, এমন একটি সাগর; যেখানে আপনি সাঁতার জানেন না তবুও ডুবে যাবেন না, বরং জলের ওপর ভাসবেন অনায়াসে। চারপাশে শান্ত নীলাভ জল, আর আপনি আরাম করে একটি বই পড়ছেন কিংবা আকাশের দিকে তাকিয়ে আছেন। এটি কোনো গল্পের কল্পনা নয়, এটি এক বাস্তব বিস্ময়, মৃত সাগর, ইংরেজিতে যার...