মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


অন্যরকম ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৫০ এএম

শীতকালে টিকিট কিনে গ্রীষ্মকালে ২১৮ কোটি টাকা জয়

অন্যরকম ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৫০ এএম

শীতকালে টিকিট কিনে গ্রীষ্মকালে ২১৮ কোটি টাকা জয়

জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ব্যক্তি ছয় মাস ধরে কোটের পকেটে রেখে দেওয়া লটারি টিকিটে অর্জন করেছেন বিপুল অর্থ। শীতকালে টিকিটটি কোটের পকেটে রেখে দেন তিনি, কিন্তু গ্রীষ্মে কোট আর ব্যবহার না করায় পুরো সময়টি তিনি ভুলে বসে ছিলেন। অবশেষে লটারি কোম্পানির খোঁজ ও রেডিও বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজের ভাগ্য জানতে পারেন।

ঘটনাটি ঘটেছিল জার্মানিতে। তখন শীতকাল এবং বাইরে বের হওয়ার সময় কোট পরা প্রয়োজন। ওই ব্যক্তি লটারির টিকিট কিনে সেটি কোটের পকেটে রাখেন। লটারি কোম্পানি নির্ধারিত সময়ে বিজয়ী নম্বর ঘোষণা করলেও, কেউ পুরস্কার দাবি করতে আসেনি। প্রতিদিন কয়েকজনের চেষ্টা ব্যর্থ হয় এবং কোম্পানি নানা মাধ্যম- পত্রিকা, রেডিও, পোস্টার মাধ্যমে বিজয়ীর খোঁজ শুরু করে।

বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসে, কিন্তু টিকিটের মালিক তখনো নিজের ভাগ্য জানেন না। একদিন রেডিওতে লটারি বিজয়ীর খোঁজের খবর শুনে তিনি মনে করেন, এত বোকা কে হতে পারে যে পুরস্কারের পরও টিকিট আনবে না? কিন্তু পরে বুঝতে পারেন, সেই বোকা তিনি নিজেই। তিনি ফোনে নম্বর মিলিয়ে দেখেন এবং জেনে অবাক হন যে পুরস্কারের অঙ্ক ১ কোটি ৫৩ লাখ ইউরো, যা প্রায় ২১৮ কোটি ৫৩ লাখ টাকার সমান। তিনি বলেন, আমি তখন বসে ছিলাম, না হলে হাঁটু ভেঙে পড়ে যেতাম।

ব্যক্তিটি সংবাদমাধ্যমে নিজের নাম প্রকাশ করতে চাননি। তিনি আরও জানান, টিকিটটি তিনি ওই সপ্তাহান্তে কোটের পকেট থেকে উদ্ধার করেছেন। এই ঘটনা প্রমাণ করে ভাগ্য কখনও কখনও অত্যন্ত অপ্রত্যাশিত পথে আমাদের কাছে আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!