ব্যবসায়ী ও পর্যটকে মুখর কুড়িয়ানার পেয়ারা এলাকা
আগস্ট ১৮, ২০২৫, ০৭:০৬ এএম
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগান এখন ব্যবসায়ী ও দেশি-বিদেশি পর্যটকে মুখর। শতবর্ষ আগে এই এলাকায় শুরু হওয়া ‘বাংলার আপেল’খ্যাত পেয়ারা চাষ বর্তমানে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। পেয়ারা ছাড়াও এখানে আমড়া, কলা, লেবু, গাব, নারকেল, পান ও সুপারি চাষ হয়।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ২৫...