বাগেরহাটে ৪টি ও গাজীপুরে ৫টি সংসদীয় আসন বহাল রেখে ইসির সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে এই রায় দেওয়া হয়।
রায়ে বলা হয়েছে, বাগেরহাটে ৪টি আসনই বহাল থাকবে এবং গাজীপুরে একটি আসন কমানো হবে।
এর আগে, ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন