‘দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা এই অন্তর্বর্তী সরকারই সৃষ্টি করেছে। আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু তাই বলে তাদের সব কর্মকাণ্ডকেই সমর্থন করি না।’ সত্যকে সবাইকে মেনে নিতে হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সোমবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে শহীদ নূর হোসেন স্মরণে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শহীদ নূর হোসেন আমাদের কাছে একটি আইকন। তিনি গণতন্ত্রের মুক্তির জন্য জেনেশুনে জীবন উৎসর্গ করেছেন। ১০ নভেম্বর আমাদের উদ্দীপনার দিন।’
তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন অতীতের নির্বাচনের মতো হবে না। আজ মানুষের পেটে ভাত নেই, অথচ এমন হওয়ার কথা ছিল না। ধনীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করে, কিন্তু গরিবরা সেই সুযোগ পায় না। তাই আমি বলব, লোন গরিবকে দিলেই ভালো।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা এখনো বিএনপির সঙ্গে যৌথভাবে কোনো আসন ভাগাভাগি করিনি। নাগরিক ঐক্য নিজেদের মনোনয়নের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ১৫২ জনের নাম রয়েছে, যার মধ্যে আজকে যোগদান করা দুজনও আছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন