নেপাল ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ঢাকা আগমনের কথা ছিল দুপুর ১২টায়।
তবে ইংল্যান্ডে বিমানবন্দরে কিছু দেরির কারণে তার ফ্লাইট মিস হয়। পরে ৫ ঘণ্টা পর তিনি আরেকটি ফ্লাইটে দেশে পৌঁছান। সেখান থেকে সরাসরি টিম হোটেল যান ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
বাংলাদেশ জাতীয় দল আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।
দলের আরেক তারকা, কানাডা প্রবাসী শামিত সোম, ঢাকায় আসার কথা রয়েছে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)।
হামজার আগমনের দিনে জাতীয় ফুটবল দলের অনুশীলন বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন