শেরপুরের শ্রীবরদী উপজেলায় কাঠবোঝাই একটি ভ্যান উল্টে আব্দুল খালেক (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নাজিম (৫) নামের এক শিশু আহত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হালুয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত শিশু নাজিম একই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। বর্তমানে শিশুটি শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হালুয়াহাটি এলাকা থেকে ভ্যানচালক আব্দুল খালেক কাঠ বোঝাই ভ্যান নিয়ে ফিরছিলেন। পাহাড়ি এবং খানাখন্দে ভরা রাস্তায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে পড়ে যায়। এতে চালক ও শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানচালককে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ওসি রবিউল আজিম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাস্তাটির বেহাল দশা এবং অতিরিক্ত ভার বহনের কারণে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন