নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন চিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি গণতন্ত্রের জন্য নির্বাচনের ধারণা ‘মারাত্মক ভুল’ হিসেবে আখ্যায়িত করে এটি বাদ দেওয়ার কথাও বলেছেন।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন অভিমত প্রকাশ করেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘যদি আমরা কিছু করতে চাই তাহলে দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দেন। নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল।’
তিনি বলেন, ‘নির্বাচন মানে গণতন্ত্র, এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করা। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গণসার্বভৌমত্ব।’
তিনি আরও বলেন, ‘জনগণের গাঠনিক ক্ষমতা কখনো হরণ করা যায় না। আন্দোলনসহ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে জনগণ তার এই গাঠনিক ক্ষমতাকে জারি রাখে।’
সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে আয়োজিত সভায় কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন